ঝালদা ১: সাইকেলে বিশ্ব ভ্রমণকারী সাইকেল ম্যানকে সংবর্ধনা সভার পূর্বে প্রস্তুতি বৈঠক বুড়দাতে
সাইকেলে বিশ্ব ভ্রমণকারী সাইকেল ম্যানকে সংবর্ধনা সভার পূর্বে প্রস্তুতি বৈঠক বুড়দাতে মানভূম প্রতিভা জাগৃতি আখড়ার পক্ষ থেকে আগামী ২০ ই সেপ্টেম্বর শনিবার শোভাযাত্রা তথা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে বাগমুন্ডির বুরদা গ্রামে। ইতিমধ্যে সাইকেলে বিশ্ব ভ্রমণকারী সাইকেল ম্যান হিসেবে পরিচিত অক্ষয় ভগত ১৯ টি দেশ ভ্রমণ করে তার নিজের বাড়ি ফিরেছেন। তাই তাকে কেন্দ্র করে গ্রামের মধ্যে শোভাযাত্রা এবং সংবর্ধনা সভা অনুষ্ঠান আয়োজিত হবে। যা সফল করতে এদিন বুরদা তরুণ