হরিশ্চন্দ্রপুর ২: হরিশ্চন্দ্রপুরে বিজয়া সম্মেলনের শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত রাজ্যসভার সংসদ ও প্রতিমন্ত্রী
তৃণমূল নেতৃত্বের ব্যবস্থাপনার মধ্য দিয়ে হরিশ্চন্দ্রপুরে বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সামিরুল ইসলাম, রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। বিভিন্ন পূজা কমিটি কর্মকর্তাদের সাথে নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া। উৎসবের দিনের শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ায় তৃণমূল নেতৃত্বের লক্ষ্য।