মঙ্গলবার তিনি বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে ভদ্রেশ্বর গোল্ড কাপের খেলা দেখতে হাজির ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা ক্রীড়া সংস্থার সোসাইটি রেজিস্ট্রেশন কেন নেই সেটা সংস্থার কর্তারাই বলতে পারবেন। কমিটি গড়ে সোসাইটি রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। আইএফএ-র সোসাইটি রেজিস্ট্রেশন রয়েছে। ক্রীড়া সংস্থার কেন রেজিস্ট্রেশন নেই তা বলতে পারব না। তবে, খোঁজ নিয়ে দেখব। এটা ক্রীড়া সংস্থার কর্তাদের দেখতে হবে