রাজারহাট: আদালতের নির্দেশ মেনে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে উপস্থিত হলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা
আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে উপস্থিত হলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা। মন্ত্রীর জামিনের বিরোধিতা করে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে যে আর্জি জানিয়েছিল ইডি, বুধবার ব্যাঙ্কশাল আদালতে তা খারিজ হয়ে গিয়েছে। আপাতত জামিন বহাল রয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথের। তবে বৃহস্পতি ও শুক্রবার তাঁকে সশরীরে ইডি-র দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।