কাকদ্বীপ: কাকদ্বীপের বিজেপির প্রতিবাদ ও ধিক্কার মিছিল উপস্থিত বিরোধী দলনেতা
কাকদ্বীপের কিছুদিন আগে সূর্য নগরের মা কালীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কটা এলাকায় তারি প্রতিবাদে কাকদ্বীপে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী দলনেতা প্রতিবাদ মিছিল করেন এই মিছিল কাকদ্বীপ ইয়ং স্টাফ মোড় থেকে কাকদ্বীপ অক্ষয় নগর বাসন্তী ময়দান পর্যন্ত হয়। এর পাশাপাশি কাকদ্বীপ অক্ষয় নগর বাসন্তী ময়দানে একটি জনসভা করেন বিরোধী দলনেতা।