জলপাইগুড়ি: বগরিবাড়ির হোগলাটারির জলঢাকার বাধ তৈরি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর, ক্ষোভ বন্যা দুর্গতদের
বগরিবাড়ির হোগলাটারির জলঢাকার বাধ তৈরি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।দোষ চাপাচ্ছে একেঅপরের ঘাড়ে।বৃষ্টির রাতে ঘুম হয় না বন্যা দুর্গতদের। তাদের দাবি জলঢাকা নদীর বাধ চাই ত্রাণ চাই না। আমাদের নিয়ে এখন সকলে রাজনীতি করছে। শুক্রবার এমনই অভিযোগ করলেন ধুপগুড়ির গধেয়ারকুঠির গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ী এলাকার বানভাসি বাসিন্দারা। মন্থার প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে মাঝারি এবং ভারী ধরনের বৃষ্টি। যা নিয়ে প্রশাসন আগ