প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও যথাযত মর্যাদার সঙ্গে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়ান দীবস পালন হলো হলদিবাড়িতে। শুক্রবার সকালে হলদিবাড়ির কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় কংগ্রেসের দলিয় পতাকা উত্তলন করে দিনটিকে পালন করা হয়। এরপর দুপুর নাগাদ শহরের ১১ নং ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে অবস্থিত ইন্দিরা গান্ধির পূর্নবয়ব প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।