মানবাজার ১: মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করল মানবাজার সার্কেল আবগারি দপ্তর
মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করল মানবাজার সার্কেল আবগারি দপ্তর। বুধবার রাত ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানা জিতুজুড়ি, কাশিডি মেট্যালা,গোপালনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদ নষ্ট করা হয় বলে জানা যায় আবগারি দপ্তর সূত্রে।