কোচবিহার ১: অষ্টমীর রাতে উপচে পড়া ভিড় বড় দেবী মন্দিরে
মঙ্গলবার অষ্টমীর রাত দশটাতেও উপচে পড়া ভিড় দেবীর মন্দির। প্রায় ৫০০ বছরের বেশি পুরনো এই বড় দেবীর পূজা হয়ে আসছে রাজামল থেকে। বড় দেবীর পুজোকে ঘিরে মন্দির চত্বরে বসে বিশাল মেলা। এদিন একদিকে যেমন ভক্তরা বড়দেরকে প্রণাম করছে অন্যদিকে নিজেদের মনস্কামনার জন্য মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে।