ফরিদপুর দুর্গাপুর: বৃষ্টিকে সঙ্গী করেই উদ্বোধন নবারুণ ক্লাবের পুজো,প্রবল বৃষ্টির মধ্যেই উদ্বোধন হলো নবারুণ ক্লাবের
বৃষ্টিকে সঙ্গী করেই উদ্বোধন নবারুণ ক্লাবের পুজো। প্রবল বৃষ্টির মধ্যেই শুক্রবার রাত আটটায় উদ্বোধন হলো নবারুণ ক্লাবের দুর্গোৎসবের। এ বছর পুজোর ৫৮ তম বর্ষে পদার্পণ করল এই ক্লাব। প্রতিবারই অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের চমক দেয় নবারুণ ক্লাব। এবছর তাঁদের থিম “যক্ষ রাজার গৃহ”। ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমায় এলাকাবাসী। মনোরম আলোকসজ্জা আর মণ্ডপ সজ্জায় ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃষ্টির মাঝেই শুরু হলো নবারুণ ক্লাবের