বারাসাত ১: প্রাচীনতম পূজার মধ্যে অন্যতম পুজো বারাসাত শিবের কোঠার এই পুজো
প্রাচীনতম পূজার মধ্যে অন্যতম পুজো বারাসাত শিবের কোঠার এই পুজো বারাসাতে শিবের কোঠায় বারো ভূঁইয়ার ইতিহাস ষষ্ঠীর দিন সকাল থেকেই চলছে মায়ের আরাধনা। চট্টোপাধ্যায় বাড়ির বংশধর শংকর চট্টোপাধ্যায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের সেনাপতি । আর সেই সংকর চট্টোপাধ্যায় প্রায় ৪১৯ বছর আগে এই পুজো শুরু করেছিলেন। আজ বেলা বারোটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়