মঙ্গলকোট: ধান খেতে লুকিয়ে রাখা হয়েছিল চোলাই মদ, ওইসমস্ত চোলাই মদ উদ্ধার করল মঙ্গলকোট আবগারি বিভাগ
ধান খেতে লুকিয়ে রাখা হয়েছিল চোলাই মদ। বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ ওইসমস্ত চোলাই মদ উদ্ধার করল আবগারি বিভাগ। তারা মঙ্গলকোটের লাখুরিয়া, আলমপুর, নবগ্রাম, জঙ্গল ও পালপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৪০ লিটার চোলাই মদ ও বেশকিছু মদ তৈরির সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তাছাড়া প্রায় ৮০০ লিটার চোলাই মদ তৈরির জাব এদিন মাটিতে ফেলে নষ্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোলাই কারবারিদের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।