কুমারগঞ্জ: “ক্লাব সম্পাদক হিসেবে উপস্থিত, রাজনৈতিক প্রতিনিধি নয়”— কুমারগঞ্জে অনুদান বিতর্কে রজত ঘোষের জবাব
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে দুর্গাপূজার অনুদান বিতরণের অনুষ্ঠানে বিতর্ক। সম্প্রতি কুমারগঞ্জ থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন ক্লাবের হাতে দুর্গাপূজার অনুদান তুলে দেওয়া হয়। সেই অনুদান গ্রহণ করতে গিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক রজত ঘোষ। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হয় তৃণমূল। তাদের দাবি, বিজেপি নেতারা মমতা ব্যানার্জির দুর্গা পূজার অনুদান কে কটাক্ষ করে আবার সেই নেতারাই মমতা ব্যানার্জির সেই অনুদান হাত পেতে গ্রহণ করে।