তুফানগঞ্জ ২: বক্সিরহাট থানার ওসির নতুন চেম্বারের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য
বুধবার বিকেলে ফিতা কেটে নতুন চেম্বারের উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়া সঙ্গে ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, SDPO কান্নেধারা মনোজ কুমার, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস, ভারপ্রাপ্ত ওসি নকুল রায় সহ অন্যান্যরা।