শালতোড়া: শালতোড়া মন্ডল বিজেপির তরফে সুশৃংখলভাবে বালি ও পাথর চালানোর দাবিতে গন ডেপুটেশন কর্মসূচি করা হল শালতোড়ায় B.L.R. অফিসে
শুক্রবার আনুমানিক রাত্রি দশটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার শালতোড়ায় শালতোড়া মন্ডল বিজেপির তরফে সুশৃংখলভাবে বালি ও পাথর চালানোর দাবিতে গন ডেপুটেশন কর্মসূচি করা হল শালতোড়ায় B.L.R. অফিসে। উপস্থিত শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী সহ শালতোড়া মন্ডল বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা।