হলদিবাড়ি: জামালদাহ বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের স্পেশাল ড্রাইভকে ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
শুক্রবার বিকেলে জামালদহ বাসস্ট্যান্ডে ট্র্যাফিক পুলিশের স্পেশাল ড্রাইভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। জানা যায়, সেদিন হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে ফাইন করা হচ্ছিল। সাপ্তাহিক হাটের দিনে বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান চলার সময় এক বাইক আরোহী ফাইন দিতে অস্বীকার করলে তার সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথ চলতি বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।