নানুর: জলের দাবিতে কীর্ণাহার ক্যানেল অফিসে CPIM-র ডেপুটেশন! সেখান থেকে টুলু মণ্ডল কে হত্যা-গত্যা বিধাতা বলে কটাক্ষ CPIM নেতার
Nanoor, Birbhum | Oct 29, 2025 সিপিআইএমের নানুর কীর্ণাহার এরিয়া কমিটির পক্ষ থেকে সেচ খালে পর্যাপ্ত পরিমাণে জলের দাবিতে কীর্ণাহার ক্যালেন অফিসে বুধবার সকালে গণ ডেপুটেশন জমা দিল সিপিএমের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন- সিপিআইএমের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান, নানুর কীর্ণাহার এরিয়া কমিটির সম্পাদক আসগর আলি, জেলা কমিটির সদস্য মনোতোষ মজুমদার প্রমুখ।এদিন কীর্ণাহার বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল করে কীর্ণাহারের পরোটা গ্রামের সেই মিছিল প্রবেশ করে ক্যানেল অফিসে গিয়ে শেষ করা হয়।