হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের উখলা এলাকায়, সূত্রে জানা গিয়েছে ওই মৃত বৃদ্ধর নাম মালতি মান্ডি,বয়স আনুমানিক ৭৫ বছর। সূত্রে জানা গিয়েছে উখলা এলাকায় অবস্থান করছিল কুড়িটি হাতির একটি দল,বুধবার কুয়াশাচ্ছন্ন সকালে কয়েকটি হাতি গ্রামের দিকে চলে আসে। সেই সময় ওই বৃদ্ধা বাড়ি থেকে বেরোলেই হাতির সামনে পড়ে যায়। হাতির আক্রমণে গুরুতর জখম হয় ওই বৃদ্ধা।