বারাসাত ১: ক্ষুদে শিল্পী সন্দীপন হালদারকে সবরকম সাহায্যের আশ্বাস দত্তপুকুর পঞ্চায়েত সদস্যের
ক্ষুদে শিল্পী সন্দীপন হালদারকে সবরকম সাহায্যের আশ্বাস দত্তপুকুর পঞ্চায়েত সদস্যের শুধুমাত্র পিচবোর্ড ব্যবহার করে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের অপরূপ সুন্দর এক প্রতিমা তৈরি করে ইতিমধ্যেই নজর কেড়েছে দত্তপুকুর চালতে বেরিয়া রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা শিশু শিল্পী সন্দীপন হালদার। তার এই ব্যতিক্রমী শিল্পকর্ম মুগ্ধ করেছে স্থানীয় সকলকেই। জানা গিয়েছে, সন্দীপন হালদার শুধু কালী ঠাকুর নয়, বিভিন্ন দেব-দেবীকেও পিচবোর্ড দিয়েই ফুটিয়ে তোলে। তার এই শিল্পসত্তাকে সম্