পাঁশকুড়া: পাঁশকুড়ার মধুসূদন বাড়ে ছিনতাই এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ,থানায় অভিযোগ দায়ের ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ
পাঁশকুড়ার মধুসূদন বাড়ে ছিনতাই এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ,ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ।পাঁশকুড়া পৌরসভার চাঁপাডালির বাসিন্দা কার্তিক মাইতি শুক্রবার বিকাল ৪ টার সময় সংবাদমাধ্যমেকে জানান,বৃহস্পতিবার রাতে কাজ সেরে সাইকেল করে বাড়ি ফেরার পথে ,মধুসূদন বাড় ও চাপাডালি এলাকার সংযোগস্থলে ,তিনজন মদ্যপ বাইক আরোহী ওই ব্যক্তির পথ আটকায় এবং মারধর করে, পাশাপাশি মোবাইল, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে।