ময়ূরেশ্বর ১: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে মল্লারপুরে সচেতনতা শিবির
আজ মল্লারপুর দীক্ষা ভবনে ময়ূরেশ্বর ১ নং ব্লকের প্রায় ১০০ জন স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে আর্থিক সাক্ষরতা সহ সরকারি বিভিন্ন বীমা সংক্রান্ত বিষয়ে ও মানুষ যাতে প্রতারনার ফাঁদে পা না দেন সেই বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হলো আজকের এই আলোচনা সভায় । আজ দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন LDO RBI গৌরব রায় ,LDM Uco Bank নিরোজ কুমার , WDO -in-charge তাপসী পাল , মল্লারপুর SBI ম্যানেজার সুদীপ্ত মণ্ডল , মল্লারপুর নঈসুভার কর্ণধার সাধন সিনহা আরো অনেকেই।