মঙ্গলকোট: বীরভূমের নানুর থানা ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত তিনজন, মঙ্গলকোট থানায় কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার পরিজনেরা
বীরভূমের নানুর থানা এলাকায় সোমবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তিনজন বাইক আরোহীর। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গিয়েছে, জখমদের তড়িঘড়ি মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বাবু দাস, মকবুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্ধমানে মৃত্যু হয় আবদুল্লা শেখের। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক বাইক আরোহী রাম দাস।