ক্যানিং ১: দমদমায় সাপের কামড়ে জখম গৃহবধূ, চিকিৎসাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে
পুকুরে পা ধুতে গিয়ে সাপের কামড়ে জখম হলেন এক গৃহবধূ। জখম গৃহবধূর নাম অসিমা হালদার। বারুইপুর থানার উত্তরভাগ দমদমা গ্রামের ঘটনা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটলে পরিবারের সদস্যরা তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান চন্দ্রবোড়া সাপের কামড়ে জখম হয়েছেন মহিলা।