ধর্মনগর: সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগ কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক দিবসীয় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগ মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ৫৪ কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে উত্তর জেলার জন প্রতিনিধিদের নিয়ে এক দিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।