কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর শহরে শুরু হল কার্তিক পূজোর বিসর্জন
কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কার্তিক পূজা হয়। তেমনই সোমবার সন্ধ্যে থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় কার্তিক পুজো।কৃষ্ণনগর শহরকেন্দ্রিক এলাকায় বিভিন্ন পুজো কমিটির উদ্যোগে করা হয় কার্তিক পুজো। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হলো কৃষ্ণনগর শহরে কার্তিক বিসর্জন। কৃষ্ণনগর কদমতলা ঘাটে বিসর্জন করা হলো কার্তিক।