রামপুরহাট ২: তারাপীঠে জগদ্ধাত্রী রুপে পুজিতা মা তাঁরা
রামপুরহাট দু’নম্বর ব্লকের তারাপীঠে প্রতি বছরের মতো এ বছরও আজ বৃহস্পতিবার সন্ধ্যে তে জগদ্ধাত্রী রূপে পূজিতা হলেন মা তাঁরা। মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে। নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে জগদ্ধাত্রী রূপে সাজিয়ে পূজা নিবেদন করা হয়। চারিদিকে ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে তারাপীঠ এলাকা।