বর্ধমান ১: বাবা ও ছেলেকে মারধরের ঘটনায় ৩ জনকে শ্রীধরপুর থেকে গ্রেপ্তার করলো পুলিশ,৬ নভেম্বর ধৃতদের আদালতে পেশের নির্দেশ
ধৃতদের নাম সেন্টু শা, মোর্শিদা বিবি ওরফে মাশিদা ও মনসুরা বিবি শা ওরফে মনিরা। মেমারি থানার শ্রীধরপুরে তাদের বাড়ি। সোমবার সকালে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৬ নভেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। জখমদের শারীরিক অবস্থা এবং চোটের বিষয়ে পরেরদিন রিপোর্ট পেশ করার জন্য তদন্তকারী অফিসারকে নিের্দশ দিয়েছেন বিচারক।