বান্দোয়ান: ডাঙ্গরজুড়ি এলাকায় বাইক ও ছোট চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর যখম ১আহত আরো ১
বাইক ও ছোট চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর যখম এক আহত আরো এক। ঘটনা শুক্রবার দুপুর ১২ টা নাগাদ বান্দোয়ান-গালুডি রাজ্য সড়কের ডাঙ্গজুড়ি এলাকার । স্থানীয় মানুষজন ও বান্দোয়ান থানার পুলিশ যখম ও আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপ