মাটিগাড়া: শিলিগুড়িতে খুঁটিপূজোর মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা আলিঙ্গন ক্লাবের
খুঁটিপূজোর মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা আলিঙ্গন ক্লাবের।খুঁটিপূজোর মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা করলো শিলিগুড়ি আলিঙ্গন ক্লাব । ১৬ তম বর্ষে এবছর তাদের বিশেষ আকর্ষণ ফ্রান্সের ডিজনীল্যান্ডের আদলে পুজো মণ্ডপ। পুজো উপলক্ষে মেলার পাশাপাশি সাতদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আলিঙ্গন ক্লাব।