রামনগর ১: ১১৬ নম্বর জাতীয় সড়কের রাধামনি বাস স্ট্যান্ড এলাকায় বাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত ২
পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ নম্বর জাতীয় সড়কের রাধামনি বাস স্ট্যান্ড এলাকায় বাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত দুই এই সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক চালক এবং সাইকেল আরোহী |তমলুক থানার পুলিশ ও জাতীয় সড়কের ট্রাফিক পুলিশ ঘটনাস সালে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের তমলুক হসপিটাল পাঠিয়েছে বাইক ও সাইকেল থেকে উদ্ধার করেছে পুলিশ যদিও আহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি |