খানাকুল ১: কালীপুজোয় থানাগুলোই চাঁদা তুলছে তাহলে সাধারন মানুষ তুলবে না কেন ?পুরশুড়া থানাকে নিশানা বিরোধী দলনেতার
কালীপুজোয় থানাগুলোই চাঁদা তুলছে তাহলে সাধারন মানুষ তুলবে না কেন ?পুরশুড়া থানাকে নিশানা বিরোধী দলনেতার।শুক্রবার পুরশুড়ার সোদপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে কালীপুজো উপলক্ষে রাজ্য জুড়ে চাঁদার জুলুমবাজি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এর জন্য থানা গুলির চাঁদা তোলাকে দায়ী করেন,সাথে পুরশুড়া থানাকে নিশানা করেন।এছাড়াও সারদা চিটফান্ডে মুল সুবিধাভোগী মমতা এও দাবি করেন তিনি।