একরত্তি শিশুকে রেখেই সুদুর বিহার থেকে বাংলার কৃষ্ণগঞ্জে SIR এর শুনানিতে এলেন দম্পতি, বিহারের পাটনায় কর্মরত ওখানেই স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার, গতকাল শুনানির ডাক পেয়েছেন আর তড়িঘড়ি একরত্তি শিশুকে বিহারের পাটনায় পরিচিতের কাছে রেখে নদীয়ার কৃষ্ণগঞ্জে এসে পৌঁছান বিধান মন্ডল ও তাঁর স্ত্রী, ২০০২ সালে বাবা মায়ের নাম আছে, একরাশ ক্ষোভ নিয়ে আজ বিকেল ৪ টে নাগাদ কৃষ্ণগঞ্জ ব্লকের প্রশাসনিক কার্যালয় থেকে ওই মন্ডল দম্পতি আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো