ময়নাগুড়ি: জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে জোড়পাকড়ি মায়াপুর আনন্দময়ী ক্লাবে শ্যামা মায়ের পূজায় এক অভিনবত্ব থিম
জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে জোড়পাকড়ি মায়াপুর আনন্দময়ী ক্লাবে শ্যামা মায়ের পূজায় এক অভিনবত্ব থিম। পুরো পুজো প্যান্ডেল সেজেছে জুবিন গার্গের ছবি দিয়ে তাতে লেখা রয়েছে" শ্রদ্ধাঞ্জলি "। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, জুবিন গার্গের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা ও শ্রদ্ধা জানাতেই আমাদের পূজা প্যান্ডেল সাজানো, মঙ্গলবার রাত ১০ টা নাগাদ দেখা গেল দর্শনার্থীদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। পাশাপাশি নিরাপত্তার জন্য ভোটপাট্টি ফাঁড়ির পুলিশ রয়েছে।