ইলামবাজার: বীরভূমে নবনির্বাচিত কোর কমিটির সদস্য রবি মুর্মূ-কে সংবর্ধনা
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কোর কমিটির সদস্য হওয়ার জন্য আজ ১৭ ই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ সংবর্ধিত হলেন রবি মুর্মূ। ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চল গোলাপবাগ ও শ্রীরামপুর বুথ কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।সংবর্ধনা সভায় বুথের কর্মী-সমর্থকরা রবি মুর্মূ-কে ফুলের তোড়া ও উত্তরীয় প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিন কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁরা জানান, জেলার কোর কমিটিতে রবি মুর্মূ-র অন্তর্ভুক্তি সংগঠনে