রতুয়া ১: পশ্চিম রতনপুর এ বাঁধ ভেঙে যাওয়ার অংশে জলের গভীরতা মাপতে কাজ শুরু করল প্রশাসন
Ratua 1, Maldah | Sep 29, 2025 পশ্চিম রতনপুরে বাঁধ ভেঙে যাওয়ার পর গোটা এলাকা জুড়ে একটা আতঙ্ক পরিবেশ রয়েছে। তবে ইতিমধ্যেই গঙ্গা নদীর জলস্তর নামতে কিছুটা স্বস্তি ফিরেছে ভুতনিবাসীর। কি ধরনের আগামী দিনে কাজ করা যাবে এবং জলের গভীরতা এলাকার তুলিতে কি ধরনের রয়েছে যন্ত্রের সাহায্যে মাপার কাজ করা হচ্ছে প্রশাসনের তরফে। দফাই দফাই শেচ দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করার মধ্য দিয়ে কিভাবে এলাকা জুড়ে আগামী দিনগুলিতে কাজ করা হবে যাতে করে ভাঙ্গন না হয় সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।