বরাবাজার: ব্রজরাজপুর গ্রাম ঢোকার বেহাল রাস্তা মেরামত করল ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা, উপস্থিত মন্ডল সভাপতি
শুকুরহুটু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রজরাজপুর গ্রামে ঢোকার রাস্তার বেহাল দশা। বারবার পঞ্চায়েতে জানানোর পরেও হয়নি কোনো সূরাহা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সেই রাস্তা মেরামতের কাজে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টির নেতা জিহুর মাঝির নেতৃত্বে বেশ কয়েকজন যুবক, সকলকে উৎসাহ দিতে উপস্থিত হলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ওয়ানের সভাপতি দিলীপ কুমার মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা।