শালবনি: রাত্রিবেলা হঠাৎ শালবনীর পীড়াকাটা এলাকায় ঢুকে পড়লো বেশ কিছু হাতির একটি দল
আজ সোমবার রাত্রিবেলা শালবনিতে হঠাৎ ঢুকে পড়লো হাতির দল। শালবনির পিড়াকাটা এলাকায় এদিন রাত্রি প্রায় নটা নাগাদ হঠাতই প্রবেশ করে বেশ কিছু হাতির একটি দল। পিড়াকাটার ধান জমিতে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালাই হাতির দলটি। স্থানীয়রা এই সময় যাতে বাড়ির বাইরে না যায় অথবা হাতিকে উত্তক্ত না করে তার জন্য সতর্ক করা হয়েছে বনদপ্তরের তরফে। কোনভাবেই হাতিগুলি যাতে লোকালয়ে না ঢুকে পড়ে তার জন্য বনদপ্তরের তরফে হুলা পার্টির সদস্যরা এবং বনদপ্তরে সদস্যরা রয়েছে এলাকায়।