শীতলকুচি: শীতলকুচি CPIM এর পক্ষ থেকে CPIM পার্টি অফিসের সামনে বুক স্টলের উদ্বোধন, উপস্থিত প্রাক্তন বিধায়ক
সোমবার শীতলকুচি বাজারে শীতলকুচি সিপিআইএম পার্টি অফিসে সামনে দলের পক্ষ থেকে বুক স্টলের উদ্বোধন হয়। জানা যায় সপ্তমী থেকে শুরু করে দশমিক পর্যন্ত এই বুক স্টল থাকবে। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে । সিপিআইএমের দলের পক্ষ থেকে জানা যায় সমাজ পরিবর্তন এবং মুঠোফোনের জগত থেকে বেরিয়ে এসে যুব সমাজকে বইয়ের দিকে নজর দেওয়ার কথা বলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হরিশচন্দ্র বর্মন ,এরিয়া কমিটির সম্পাদক আকবর আলী মিয়া সহ অন্যান্যরা