রানাঘাট ১: বাড়ছে নারী নির্যাতনের ঘটনা,নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির
বাড়ছে নারী নির্যাতনের ঘটনা,নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা, ভাইফোঁটার দিনে এতদিন ভাইয়েদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করছে দীর্ঘদিন ধরে। কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে বোনেদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে এবার ভাইয়েদের রক্ষায় ভাই ফোটা নয়, বোনদের রক্ষায় এবার বোন ফোঁটার আয়োজন করলো রামনগর নব জাগরণ সংঘ ও লাইব্রেরি। বৃহস্পতিবার দুপুরে ক্লাবের উদ্যোগে ক্লাবের পূজা