এক নিমেষেই শেষ হয়ে গেল সংসারের যাবতীয় জিনিস! ক্ষনিকের মধ্যে পুড়ে ছাই হয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র কান্নায় ভেঙে পড়লেন মহিলা, এমনই ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা পঞ্চায়েত এলাকাতেই। দিন আনা দিন খাওয়া তবুও সংসারে মেটে না অভাব। বাধ্য হয়ে স্বামীর ইনকামের পাশাপাশিও স্ত্রী যায় অন্যের বাড়িতে কাজ করতে যাতে পরিবারের সচ্ছন্নতা একটু ফেরে। তবে শত কষ্ট করেও জমানো পুঁজি এক মুহূর্তে শেষ হয়ে গেল।