ট্রেন যাত্রীর মোবাইল চুরি করে পালানোর সময় সন্দেহজনক গতিবেধি দেখে এক ব্যক্তিকে আটক করলো আরপিএফ হিজলি স্টেশনে। তাকে জেরা করে তার কাছে থাকা দুটি মোবাইল উদ্ধার হয়েছে। সেই সাথে আরো এক ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে তার মালিকের হাতে তুলে দিয়েছে রেলওয়ে আধিকারিকরা।