নানুর: নানুরের গানপুর গ্ৰামে পথ দুর্ঘটনায় পথের বলি ২ আশঙ্কা জনক আরও ২! ঘটনায় শোকের ছায়া নানুরে
Nanoor, Birbhum | Sep 15, 2025 নানুরের গানপুর গ্ৰাম সংলগ্ন এলাকায় বাদশাহী রাজ্য সড়কে সোমবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ২ বাইক আরহীর। আশঙ্কা জনক অবস্থায় বর্ধমানের একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরও ২। মৃত নানুরের বেলাই গ্ৰামের বছর (২৫) যুবক রাজু দাস ও নতুনগ্ৰামের বাসিন্দা বছর (৫০) সেখ তাহের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাহের সেখ এদিন তার এক ভগ্নীপতি কে মোটর বাইকের পিছনে চাপিয়ে নতুনগ্ৰামের দিকে যাচ্ছিল তার উল্টো দিকে রাজু দাস তার এক খুড়তুতো ভাই কে নিয়ে।