কলকাতা: হরিদেবপুর ৪১ পল্লী এবছর তাদের ভাবনায় বেছে নিয়েছে এক বিশেষ থিম— ‘সোপান’
হরিদেবপুর ৪১ পল্লী এবছর পদার্পণ করল তার ৬৮তম বর্ষে। দীর্ঘ সময় ধরে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পূজো হিসেবে পরিচিত এই সংগঠন, এ বছর তাদের ভাবনায় বেছে নিয়েছে এক বিশেষ থিম— ‘সোপান’। ‘সোপান’ শব্দের অর্থ সিড়ি বা ধাপ। আয়োজকরা জানিয়েছেন, জীবনের প্রতিটি ধাপই এক একটি শিক্ষার পর্ব। মানুষ শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায় নানা অভিজ্ঞতার সোপান অতিক্রম করে।