বহরমপুর: মহানবমীর সন্ধ্যায় বহরমপুর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডব দর্শনে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়
আজ মহানবমী, আজ শহরজুড়ে মহাউৎসব ও আনন্দের বাতাবরণ। আজ লক্ষ লক্ষ সাধারণ মানুষের সমাগম বহরমপুর শহরে। রাত পোহালেই বিজয় দশমী তার আগে শহর বহরমপুরের বিভিন্ন দুর্গাপুজো মুন্ডা পরিদর্শনে ভিড় জমিয়েছেন শহর বহরমপুরে সাধারণ মানুষ। নবমীর সন্ধ্যায় বহরমপুর শহরের নবরত্ন মন্দির সার্বজনীন দূর্গা পূজা কমিটির পূজা মন্ডপে নামলো দর্শনার্থীদের ঢল