কাপশোড়ের এক যুবক হোয়াটসঅ্যাপের লিংক ওপেন করতেই কান্না ও হতাশায় ভেঙে পড়লেন। মঙ্গলবার ১১ঃ ৩০ মিনিটে ওই যুবক জানান whatsapp এর লিংক ওপেন করলে এরকম ঘটনা ঘটবে আমার কোন ধারনাই ছিল না। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপশোড় গ্রামের এক যুবক নাম মিরাজ শেখ গতকাল তার হোয়াটসঅ্যাপে এক বন্ধুর নাম্বার থেকে নতুন লিংক আসে উনি মনে করেন হয়তো গুরুত্বপূর্ণ মেসেজ, তাই লিংকটি তিনি ওপেন করেন, লিংকটি ওপেন করতেই মাথায় হাত যুবকের।whatsapp হ্যাক করে নেয় হ্যাকাররা।