চাপড়া: চাপড়া বিধানসভার গাছা গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির, উপস্থিত চাপড়া থানার আইসি
Chapra, Nadia | Nov 2, 2025 চাপড়া বিধানসভার কলিঙ্গ অঞ্চলের গাছা গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এলাকার বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগ রবিবার এই স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জী, চাপরা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি জাবেদ শেখ,নদীয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য সমর কুমার ঘোষ, বিশিষ্ট শিক্ষক রবীন্দ্রনাথ কুণ্ডু, চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধক্ষ্য রাইহান মোল্লা সহ আরও বিশিষ্ট গুণীজনেরা।