পুরাতন মালদার মঙ্গলবাড়ি স্কুলপাড়া মাঠ প্রাঙ্গনে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ অনুষ্ঠিত হল মেগা ফুড ফেস্টিভ্যাল ও বর্ষবরণ অনুষ্ঠান। প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এলাকাবাসীর মধ্যে। নানা ধরনের খাবারের স্টল, আলো-সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানান উপস্থিত মানুষজন। গোটা অনুষ্ঠান ঘিরে মঙ্গলবাড়ি এলাকায় ছিল উৎসবের আমেজ।