গাজোল: ১ নং অঞ্চল অফিসে ১ কক্ষে সাপ ঢুকে চাঞ্চল্য ছড়িয়েছে অফিস কর্মীদের মধ্যে
Gazole, Maldah | Nov 7, 2025 গাজোল ১ নং অঞ্চল অফিসে সাপ ঢুকে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ হঠাৎই অফিসের এক কক্ষে সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় গাজোলের সাপ প্রেমী অভিজিৎ ভট্টাচার্যকে। অভিজিৎ বাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে ঘরের মধ্যে থাকা সাপটিকে উদ্ধার করেন। পরে জানা যায়, উদ্ধার হওয়া সাপটি ছিল নিরীহ লাউ ডোগা সাপ।১ নং অঞ্চল অফিসের আধিকারিক রানা সরকার জানান, > “হঠাৎ কোথা থেকে সাপটি ঘরে ঢুকে পড়ে। চোখে পড়তেই সবাই আতঙ্কিত হয