জামবনি ব্লক ধড়সা অঞ্চলের একেবারে ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত মুনিয়াদা মান্ডিচকে অনুষ্ঠিত হলো সাঁওতালি ভাষা বিজয় দিবস। হুলসৌয় পীড় পারগানা বাবার উদ্যোগে এই কর্মসূচিটি হয়।এই কর্মসূচিতে জামডহরী,মুনিয়াদা,ঢেংবহড়া সহ সীমান্তবর্তী ঝাড়খণ্ড এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই ভাষা বিজয় দিবস কর্মসূচিতে শামিল হন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতব মুলুক পারগানা ঝঙ্গল সরেন,জগ পারগানা বাবলু মুর্মু, মতব মুলুক পারানিক রামদাস হাঁসদা,জগ পারানিক মঙ্গল সরেন।