শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলী উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির
কোন্নগর- নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা,'রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ'। আবার লেখা হয়েছে,'বিধায়ক তুমি আছো কোথা,কবে শুনবে মানুষের ব্যাথা'। হুগলি জেলার উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।পেলে অবশ্যই জানাবেন।ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার সাঁটানো হয়েছে।